নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবী সায়েম আহাম্মেদ এর ফেসবুক পেজ হ্যাক হয়েছে।
সোমবার রাত থেকে পেজটিতে ঢুকতে পারছেন না তিনি। এ তথ্য মংগলবার বিকেল সোয়া ৪ টার দিকে নিজের ফেইসবুক প্রোফাইলে স্ট্যাটাস পোস্ট করে নিশ্চিত করেছেন সায়েম আহাম্মেদ।
তিনি বলেন, ২০/০৩/২০১৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৪০ ঘটিকায় আমি নারায়ণগঞ্জ সদর থানাধীন আমার বাসায় অবস্থানকালীন সময় বিভন্ন ভাবে চেষ্টা করিয়াও আমার নিজ নামীয় ফেসবুক আইডি (Sayem Ahmed) এবং একই নামের ফেসবুক পেইজে প্রবেশ করতে না পারিয়া বুঝতে পাড়ি যে, আমার আইডি হ্যাক হয়েছে। অজ্ঞাতনামা বিবানী/বিবাদীরা আমার ফেসবুক আইডিটি এবং ফেসবুক পেইজ হ্যাক বড় ধরণের ক্ষতিসাধন সহ সামাজিক ভাবে হেয়পুন্ন করার আশঙ্কা করিতেছি বিধায় ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরী করার সিদ্ধান্ত নিয়েছেন।
পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে অনুরাগীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।