নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন প্রতাপনগরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ভাষন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(১১ই মার্চ) দুপুরে প্রতাপনগরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম,আর ক্যাননের বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর সঞ্চালনা ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম,আর ক্যাননের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ফতুল্লা থানা শ্রমিকলীগের সহ সভাপতি মো. সাহাবুদ্দিন,বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম,খলিলুর রহমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা।
বক্তারা বলেন,পৃথিবীর আর কোন দেশের নেতাদের মাঝে এমন নজির নাই। একজন নেতা দুইটি সংগ্রামে জড়িত ছিলেন। শুধু মাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এ দেশে ১৯৫২ সালে ভাষা আন্দোলন ও ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনেই এ দেশে স্বাধীনতা যুদ্ধের সুত্রপাত ঘটে। আমরা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ করি প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে। শত বাঁধা পেরিয়ে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির উদ্দ্যেশে যে ভাষন দিয়েছেন, সেখানে তিনি স্বাধীনতা সংগ্রামের কথা বলেছেন। বঙ্গবন্ধু এ দেশকে সোনার বাংলা করার স্বপ্ন দেখতেন। আজকে এ দেশ সত্যিই সোনার বাংলা হয়েছে। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দেশকে সোনার বাংলা করতে পদ্মাসেতু,কর্নফুলি ট্যানেল,মেট্ররেল,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক বড় বড় প্রকল্প করেছেন। এক সময় দেশের বিরুদীরা বলতেন,এ দেশ শ্রীলংকার মতো দেউলিয়া হয়ে যাবে। কিন্তু এ দেশের শ্রমিকদের হাত অত্যান্ত শক্তিশালী। তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের প্রেক্ষাপট ঘুরে দাঁড়িয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাশে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রজন্ম বিষয়ক সম্পাদক মোসাম্মদ তানিয়া,ফতুল্লা থানা কমিটির সদস্য মোঃ আবির মোঃ মুন্না,মোঃ রাজিব,মোঃ রিয়াজসহ প্রমূখ।