আগামী ১৫ মার্চ বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার বহুতল ভবন ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করতে আসছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান । পরে তিনি কানাই নগর ছোবাহানিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিবেন। শামীম ওসমানের আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উল্লাস।
শামীম ওসমান এমপি’র আগমন উপলক্ষে আজ শুক্রবার বক্তাবলী ঘাট সংলগ্ন চেয়াম্যানের নিজ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এম শওকত আলী।
সভায় চেয়ারম্যান এম শওকত আলী বক্তাবলীতে এমপির আগমন সফল ও উৎসবমুখর করতে আগামী ১৫ মার্চ দুপুরে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে উপস্থিত থাকার নির্দেশ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক নান্নু ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাসির সর্দার ও সাধারণ সম্পাদক মো. আল আমিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মাদবর, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আঃ খালেক, আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী ভূঁইয়া,মো.শাহ জালাল কৈয়ালসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।