নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারী ) স্কুলের খেলার মাঠে সকাল ১০ টা ৩০ মিনিটে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জাতীয় সঙ্গীত ও দেশ গড়ার শপথ নিয়ে জাতীয় পতাকা উত্তোলনে মধ্যো দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ের ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে ১০০, ২০০ এবং ৩০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপ, অন্ধের হাড়ি ভাঙা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।