নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়নে মরহুম আঃ কুদ্দুস চেয়াম্যান স্মৃতি স্মরণে আলীরটেক কিশোর সংঘের উদ্যোগে টিভিকাপ ব্যাডমিন্টন টু্র্নামেন্ট ২০২৩ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) রাতে আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আঃ মতিন মেম্বারের সভাপতিত্বে ও আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, পূ্র্ব চরগড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হেলাল মিয়া, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো.আঃ কাদের জিলানী, সমাজ সেবক মো.আবু সাইদ, ড্রেজার ব্যবসায়ী আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার মো.ওসমান গনী,সাবেক ইউপি সদস্য মো.ফরিদ মেম্বার, সমাজ সেবক মো. নাসির উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরু, সমাজ সেবক মো. রুহল আমিন সুলতান, সমাজ সেবক মো. আজাহার উদ্দিন।
এই ব্যাডমিন্টন ফাইনাল খেলায়, আলীরটেক কিশোর সংঘ বনাম লক্ষীনগর পশ্চিম পাড়া দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে লক্ষীনগর পশ্চিম পাড়া দল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আয়োজন সহযোগিতায় ছিলেন, মো. আপন, মো. হাসান, মো. অনিক, মো. জুবায়ের, মো. শিহাব, মো. মাহিদ, মো. রুবেল, মে. ইমরান, মো. আল আমিন।