নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় সাংবাদিকদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লার বন্ধু মহল ক্লাবে এ উৎসব অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহর সঞ্চালনায় এবং ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এবং ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপিত কাজী আনিছুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম বলেন, আমরা ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছি ফতুল্লার সকল সাংবাদিক বৃন্দ। সাংবাদিকরা যে ক্লাবেরই সদস্য হউক না কেন এটা মেটার নয়। মূলত আমাদের পরিচয় আমরা পেশাদার সাংবাদিক। সাংবাদিকদের যে কোন সমস্যায় প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ ঐবক্যবদ্ধভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। সমাজের বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সামাজিক উন্নয়নে এবং সমাজের খারাপ দিকগুলি তুলে ধরার মাধ্যমে অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকেন। সাংবাদিকদের যে কোন বিপদে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য সকলকে ঐলক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিছুর রহমান বলেন, সমাব পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরীসিম। সাংবাদিকরা আজকে সমাজের বিভিন্ন চিত্র তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন বলেই আজকে সমাজের এতটা উন্নয়ন সাধিত হচ্ছে। তবে, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফতুল্লার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে এতটা সাংবাদিকদের জন্য ভাল দিক। ফতুল্লার সাংবাদিকরা সর্বদাই ঐক্যবদ্ধ থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।
এ সময় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক রনজিৎ মোদক, মোঃ সেলিম মুন্সি ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিল্টন চেীধুরী, সাধারন সম্পাদক মোঃ সোহেল আহাম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক রনি কুমার দাস, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাং-গঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, দপ্তর সম্পাদক লীজা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন, সদস্য সেলিম আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, সাংবাদিক নজরুল ইসলাম শুভ, দুলাল আহাম্মেদ, রফিকউল্লাহ রিপন, এম. এ. সুমন প্রমুখ । উৎসবে ঐতিহ্যবাহী চিতই, পাটিসাপটা পিঠাসহ বাহারি রকমের ভর্তা,গরুর মাংড আয়োজনের পাশাপাশি ছিল ভিন্ন ভিন্ন স্বাদের চায়ের আয়োজন।