নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার ব্রিজের নিচে( ১১জুন) সোমবার রাত্র আনুমানিক ১১.৪৫ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে চৌকস অফিসার মোঃ আব্দুস শাফীউল আলম সঙ্গী ফোর্স নিয়ে মো. সামাদ (২৬) ও মোসা. আফরোজা বেগম(৫৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ধানের চর গ্রামের মোঃ মোজাফরে ছেলে মো.সামাদ(২৬) ও কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গর্জন খোলা এলাকার মো. আব্দুল বারেকের স্ত্রী মোসা. আফরোজা বেগম(৫৬)।
নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোঃ আব্দুস শাফীউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী মাদককেরিং করছিল । পরে পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম স্যারের নির্দেশে আমরা মৌচাক ফ্লাইওভার ব্রিজের নিচে তাদের ধাওয়া করে তাদের কাছ থেকে১০ কেজি গাঁজা উদ্ধার করি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং -২৬ জিআর ২৭০।