শনিবার (৮ইজুন) সকাল সাড়ে ১১টায় নগরীর খানপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি কার্য্যলয় চত্বরে সপ্তাহ ব্যাপী ভূমিসেবার শুভ উদ্বোধন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপন করে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়নগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন বর্তমান স্যার নারায়ণগঞ্জে যোগ দেওয়ার পর থেকে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকটা কমে এসেছে। তিনি নিজে অনেক কল দিয়ে কথা বলে অবৈধ দখলদারদের হাত থেকে নিরহ মানুষের জমি উদ্ধার করে দিয়েছেন। তিনি আসার পর নারায়ণগঞ্জে ভূমি বিষয়ে এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন এসেছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল আলম, গোকনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফায়েজুল ইসলাম, সরকারি ও ভূমি কার্য্যলয়ের কর্মকর্তা কর্মচারী সহ প্রমূখ।