শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যা নদীর কান্না নামক প্রতিবাদ সভা ব্যাচ ৯৭, না’গঞ্জের আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত বৃক্ষরোপনের মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এ্যাড,সাখাওয়াত ও এ্যাড,টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন  নারায়নগন্জে পূজামণ্ডপ পরিদর্শন করলো জিসাসের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ নারায়নগন্জে রামকৃষ্ণ মিশনে কাল অনুষ্ঠিত হবে কুমারী পূজা সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় সর্বজনীন উৎসব : সাবেক কাউন্সিলর সাদরিল

বিদ্যানিকেতনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২৮ 🪪

রবীন্দ্র, নজরুল, সুকান্ত ছিলেন মানবতাবাদী কবি। আমাদের তরুণ প্রজন্মকে মানবতাবাদী করে তুলতে হলে রবীন্দ্র, নজরুল, সুকান্তকে অনুসরণ করতে হবে।

গতকাল শনিবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সাবেক সচিব লেখক ও প্রাবন্ধিক শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

তিনি বলেন, বাংলা সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করেছেন এই তিন কবি। আমরা তাদের উত্তরাধীকার। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে রবীন্দ্র-নজরুল-সুকান্তের কাছে যেতে হবে। তাদের লেখা পড়তে হবে। তাদের সৃষ্টি জানতে হবে। রবীন্দ্র-নজরুল-সুকান্ত তার লেখনীর মধ্য দিয়ে দেশপ্রেম, মানবতা ও সংগ্রামের আদর্শের বাণী লিখে গেছেন। তারা সা¤্রাজ্যবাদ, শোষণ এবং মানবিক মূল্যবোধের কথা আমাদের শিখিয়ে গেছেন। শতবছর পরেও রবীন্দ্র-নজরুল-সুকান্ত বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে আছে।

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য কাসেম জামাল, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, সদস্য এডভোকেট নবী হোসেন, ফয়সল আজিজ তুষার, মোয়াজ্জেম হোসেন সোহেল, মোঃ মাহবুবুর রহমান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল-সুকান্তের গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102