নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির নির্বাচন একটি পদে আজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দিতায় অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেও আজকে দাতা সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করছে দাতা সদস্য মনতোষ হালদার বেনু ও সোহান।মোট ৩২ জন দাতা সদস্য ভোট প্রদানের কথা থাকলেও বিভিন্ন মহলের হুমকি ধমকির কারণে মনতোষ হালদার বেনু শুক্রবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ালো।
এ ব্যাপারে মনতোষ হালদার বেনু জানান তিনি গতকাল পর্যন্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়ার সাথে যোগাযোগ করেও তিনি ভোটার তালিকা সরবরাহ করেনি। অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানের জন্য তাকে নানান ভাবে হুমকি দেয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন একতরফা নির্বাচনের পায়তারা করছেন। বাধ্য হয়েই নির্বাচন থেকে অনেকটা নিরাপত্তার স্বার্থে সরে দাঁড়িয়েছেন।
এদিকে একটি পদের নির্বাচন কে ঘিরে গত কয়েকদিন যাবত একটি প্রভাবশালি মহলের স্কুলের ভিতর শো ডাউনে আতংকিত ভোটাররা।তারা যাতে ভোট প্রদান করতে না আসে সেজন্য অনেককেই হুমকি দেয়া হচ্ছে। এদিকে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া জানান নির্বাচনের প্রস্ততি নেয়া হয়েছে।