নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নির্বাচনে দীল মোহাম্মদ দীলু সহ সভাপতি নির্বাচিত হওয়ায় ৫০ উর্ধ্বে কফি হাউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাতে দেওভোগ রাসেল পার্কে লাউন্স রেষ্টুরেন্টে ৫০ উর্ধ্বে কফি হাউজের আহবায়ক এইচ এ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব। মতিউর রহমান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীল মােহাম্মদ দীলু, কাজী শাহীন, শাহিন ইসলাম, মতিউর রহমান মতি, জালাল উদ্দিন, মোহাম্মদ বাপ্পি, মোতালেব সানি, আমিনুল ইসলাম কমল ,সাগর আহমেদ, ফিরোজ আহমেদ প্রমুখ।
দীল মোহাম্মদ দীলু জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কফি হাউজের নেতৃবৃন্দ।