বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
শনিবার( ১লা জুন ) দুপুরে গোপচর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,সার্কের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক জিায়াউর রহমান ও তার পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সেন বেেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন নারায়নগন্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আলো ইউসুফ খাঁন টিপু।
গোকনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেনের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড, মোঃ রফিকুল ইসলাম, মাহবুব উল্লাহ তপন, হাকিম মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদুর রহমান, শেখ মোঃ সেলিম প্রধান, যুবদলের নেতা মোঃ শিবলী সাদিক শিপলু,
মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ দুলাল হোসেন, মীর্জা জনি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।