বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। কিন্তু সরকার নানা ভাবে ইতিহাস বিকৃতি করে শহীদ জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। কিন্ত সরকার যতো চেষ্টাই করুক না কেনো এ দেশের মানুষের মন থেকে জিয়াউর নাম কেউ মুছে ফেলতে পারবেনা।
বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,সার্কের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৩১ মে) বাদ আসর নগরীর টানবাজার এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
তিনি আরোও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না করলে এদেশে মানচিত্র পেতোনা। তার কারনেই এদেশের মানুষ আজ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছে। এই স্বৈরাচারি সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ধরে কারাগারে আটকে রেখেছে। তিনি এ দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে আজ মিথ্যা মামলায় আটকে আছে। শুধু তাই নয় এই স্বৈরাচারি সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আনন্দোলন করে এই সরকার কে হটাবো ইনশাআল্লাহ । আগামীতে তারেক রহমান এ দেশ পরিচালনা করবে। সে এ দেশে ফিরে আসবে বীরের বেশে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও সিদ্দিরগন্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খাঁন টিপু, জেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড, সরকার হুমায়ুন কবীর, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কার্য্যকরি কমিটির সিনিয়র সদস্য এ্যাড,রফিকুল ইসলাম, মাকিদ মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদুর রহমান, জেলা মহিলা দলের আহবায়ক রহিমা শরিফ মায়া, মহানগরের আহবায়ক ও সাবেক কাউন্সিলার দিলারা মাসুদ ময়না সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।