বৃহস্পতিবার ৩০ মে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের অংশ গ্রহণ করা প্রার্থীদের দোয়া ও আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মার্কা ঘোষণা করা হয়েছে।
গত ২৮ মে নির্বাচনে অংশগ্রহণ কারীদের যাচাই-বাছাই শেষে ২৯মে বুধবার নির্বাচন কমিশন কমিটির ইস্তেহার ঘোষণা করে, আজ বৃহস্পতিবার ৩০ মে সকাল ১১ টায় চৌধুরী বাড়ি রয়েল প্যালেস পার্টি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য ও সকল প্রার্থীদের উপস্থিতিতে মার্কা ঘোষণা করা হয়েছে।
প্রার্থীদের মধ্যে যারা যে মার্কা পেয়ে নির্বাচন করবে সহ-সভাপতি-আব্দুর রাজ্জাক (ছাতা), সহ-সভাপতি-মো: মানিক মিয়া (মাছ), সহ-সভাপতি-আব্দুল হাকিম রাসেল (আম), সহ-সভাপতি মো: রমজান আলী (শাপলাফুল), সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন (পানির জগ)
সাধারণ সম্পাদক মো: জামান (ফুটবল)
সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান (দেয়াল ঘড়ি) সহ সাধারণ সম্পাদক মো: সেলিম রায়হান সেন্টু (কলস), সহ সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান (তালা),সহ সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন সানি (আপেল),সহ সাধারণ সম্পাদক মো: গুলজার হোসেন (গরুর গাড়ী),
কোষাধ্যক্ষ মো: মনোয়ার গাজী (উড়োজাহাজ),কোষাধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন (বই), দপ্তর সম্পাদক মো: আকতার হোসেন (কলম) দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম (সিলিং ফ্যান), ধর্ম বিষয়ক সম্পাদক মো: মাসুদ রেজা (মিনার) ধর্ম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম (টুপি) মার্কা নিয়ে আগামী ৪ জুন ২০২৪ ইং নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন চৌধুরী বাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশন কাজী মহসিন।
এসময় কাজী মহসিন সকল প্রার্থীদের উল্লেখ করে বলেন সঠিক নিয়মে প্রচারণা ও আচরণ বিধি নিষেধের বিষয় গুলো মেনে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে একটি সুন্দর অবাদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।