নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান পুত্র অয়ন ওসমান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নাম ভাঙ্গিয়ে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং লিডার তালহা। তালহা বাহিনীর প্রধান তালহা ও তার অনুগতরা অল্প সময়ে ধনী হবার খায়েশে এলাকায় আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, কিশোর গ্যাং লিডার তালহা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সদর উপজেলার মুসলিমনগরসহ আশেপাশের এলাকার সাধারণ মানুষ। অয়ন ওসমান-শাহ নিজাম-মীর সোহেল সহ সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীর নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ এলাকাবাসীকে অযথাই নানা হুমকি-ধামকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুসলিমনগর নয়াবাজার এলাকার আবুল কাশেমের ছেলে মাসুদ ও তার পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ মে) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাসুদ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত রবিবার (২৬ মে) রাতে তালহাসহ বিবাদীরা রাতে নিজ বাড়ি ভাংচুর করে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে মাসুদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় বিবাদীদেরকে গালিগালাজ করতে বারণ করলে বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি-ধামকি দেয়। তারা বলে, তুই যদি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করিস তা হইলে তোকেসহ তোর পরিবারকে আজ হোক কিংবা কাল হোক জীবনের তরে শেষ করে ফেলবো অথবা যে কোন মিথ্যা মামলায় ফাসাইয়া হয়রানি করবো বলে প্রাণ নাশের হুমকি ধামকি দেয়।
আরও জানা যায়, এই অভিযোগ দায়ের করাকালীণ সময়ে অভিযোগ দায়েরকারী মাসুদকে তুলে আনতে অন্তত ২৫ টি হোন্ডা নিয়ে এলাকায় অভিযান চালায় তালহা।
এদিকে, তালহা বাহিনীর প্রধান তালহা সম্পর্কে খোঁজ নিলে জানা যায়, যাদের নাম বিক্রি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে তালহা, তারা কেউই তালহা নামের এই কিশোরগ্যাং লিডারকে চিনে না। বা তার সম্পর্কে কেউ কিছু জানে না।এর আগে চাষাড়া শহীদ মিনারে ইভটিজিং করাকালে জনতার গণধোলাই খেয়েছিল এই তালহা।পরে ছাত্রলীগের কয়েকজন নেতা এসে তালহাকে গনপিটুনী থেকে উদ্ধার করে ক্ষমা চেয়ে শহীদ মিনার থেকে নিয়ে যায়।
অপর দিকে তালহা অয়ন ওসমান,শামীম ওসমান,বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ওয়াজেদ আলী জয়,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজ,সাধারণ সম্পাদক রাফেল প্রধানের ছবি ব্যবহার করে বিভিন্ন ফেস্টুন টাঙ্গিয়ে নিজেকে বড় ধরনের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এখনই যদি তালহাকে দমানো না যায় তাহলে বড় ধরনের অপরাধী হিসেবে গড়ে উঠবে।এ ব্যাপারে সচেতন এলাকাবাসী রেব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।