মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ডিপুটিবাড়ির কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আদিবউদ্দিন চৌধুরী (হাবলু) ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বুধবার. ২৮মে সকালে নাঃগঞ্জে উওর নলুয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাএদের নিয়ে কোরআন খতম,বাদ যোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শেষে উপস্হিত মুসল্লীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য,২০২০ সালে ২৮ মে দুপুরে তামাকপট্রি নিজ বাসায় আদিবউদ্দিন চৌধুরী(৭০) হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী,৩ পুএ,১কন্যা সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনাকাঙ্খী রেখে যান।