নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডেইলি নারায়ণগঞ্জ ডট কম অনলাইন পত্রিকার পরিবার।
শোকবার্তায় ডেইলি নারায়ণগঞ্জ ডট কম পরিবার মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, এনামুল হক সিদ্দিকীর মাতা জাহানারা বেগম (৭৮) শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিটি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ এশা ইসদাইর বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর পর তাকে মাসদাইর (নাসিক) কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।