সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা চাইনা ছোট ছোট অবুঝ শিশুদের কথা শুনে আাপনি রাষ্ট্র পরিচালনা করেন : এড.টিপু কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে – আবদুল জব্বার ফতুল্লার কাশীপুরে ব্যতিক্রমী আয়োজনে ব্যবসায়ীর মেয়ের বিয়ে নাগঞ্জ ৪ আসনে মাওলানা আবদুুল জব্বারের গণসংযোগ  তিন শক্তি মিলে এখন ক্ষমতা যাওয়ার খায়েশ জেগেছে : এড.সাখাওয়াত সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা গুঁড়িয়ে দিল তিতাস বই পড়লে আত্মবিশ্বাস বাড়ে: জেলা প্রশাসক সোনারগাঁয়ে আগামীকাল শায়েখ আবু তাওয়ামা সংসদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচ্ছন্ন ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান জামায়াতের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদের বন্দর এলাকায় জনসংযোগ

আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করেছে বিধায় আজকে আমরা এখানে — মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৫৫ 🪪

আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করেছে বিধায় আজকে আমরা এখানে – – মাহমুদুল হক

”শ্রমিক-মালিক গড়বো দেশ স্মার্ট হবে” বাংলাদেশ’ এ শ্লোগান কে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক আফিফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, নারায়ণগঞ্জে সাত হাজারের বেশী শিল্প কারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অথচ ১০/২০ বছর আগেও এসব ভাবাই যেতো না।
এটা কিন্তু কোন মালিকের একক অবদান নয়, শ্রমিকদের রয়েছে এতে বিশাল অবদান। ধীরে ধীরে এ দেশটা আজকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নয়নের কথা বলেছেন সেটা আপনার আমার সন্তানরা দেখবে। আমাদের পূর্ব পুরুষরা অনেক পরিশ্রম করেছিলেন বলেই আজকে আমরা এখানে এসে পৌছতে পেরেছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে যে বাংলাদেশ নির্মান হবে সেখানে কেউ না খেয়ে মারা যাবে না, কেউ দূর্ঘটনায় মারা যাবে না। সরকার চেষ্টা করছে, শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পাওনা পায় এবং তারা যেন সকল সুযোগ-সু্বিধা ভোগ করতে পারে সেজন্য সরকার কাজ করছে।

এসময় মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও শ্রমিক প্রতিনিধি হিসেবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, শ্রমিক নেতা রাজু আহম্মেদ, মোস্তফা ভান্ডারী, সেন্টু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102