বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রচারণায় আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ কদমতলীতে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার গণসংযোগ ফতুল্লার গাবতলীতে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে গণসংযোগ না’গঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ: মাসুদুজ্জামানের নেতৃত্বে জনসমর্থন জোরদার ছাত্রনেতা সাইদুর রহমান আক্রান্ত: প্রশাসনের ব্যর্থতায় ছাত্র ফেডারেশনের উদ্বেগ ও ক্ষোভ নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক পদে মোঃ রায়হান কবিরের দায়িত্ব গ্রহণ  আগুনের রাজনীতি মেনে নেওয়া হবে না: আবু জাফর আহমেদ বাবুল সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে: অ্যাড. সাখাওয়াত হোসেন খান সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না ডেঙ্গু আক্রান্ত: পরিবারের দোয়া কামনা

অস্বাস্থ্যকর, ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে না’গঞ্জে ক্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ 🪪

অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কনজুমার এসোসিশেন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে।

সোমবার (২২ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ক্যাব, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও ক্যাব, নারায়ণগঞ্জ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সিনিয়র সাংবাদিক এম আর কামাল, ক্যাব, নারায়ণগঞ্জ জেলা কমিটির কোষাধ্যক্ষ এস এম এনামুল হক প্রিন্স, প্রচার সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী রাসেল, কার্যকরী সদস্য সফিকুল ইসলাম, রুকনুজ্জামান মিঠু, মহিউদ্দিন, রফিকুল ইসলাম, এস এম বিজয়, ইকবাল হোসেন, ক্যাব, সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, ডা. সালেহা আক্তারসহ সাংবাদিক, ব্যবসায়ি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ব্যতীত ভোজ্যতেল বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ। উক্ত আইন এবং “ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বিধিমালা, ২০১৫” অনুযায়ী, সকল ভোজ্যতেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক। সাম্প্রতিক গবেষণা বলছে, ড্রামে বাজারজাতকৃত ৫৯ শতাংশ ভোজ্যতেলই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয় এবং ৩৪ শতাংশ ভোজ্যতেলে সঠিকমাত্রায় ভিটামিন ‘এ’ নেই। খোলা ড্রামের অনিরাপদ ভোজ্যতেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানাবিধ রোগব্যাধি বিশেষত অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।

তাই ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার জন্য অবিলম্বে অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহার ও বাজারজাত বন্ধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধন শেষে অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে জনসচতেনামূলক লিফলেট বিতরণ করা হয় পথচারী ও ব্যবসায়িদের মাঝে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102