জাতীয় শ্রমিকলীগের দরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজিমউদ্দিন প্রধান ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
রবিবার (১৪ এপ্রিল) বিকাল ৩ টায় ভারতের ব্যাংলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, বিগত ২৭ রমজান ব্রেইনে টিউমার হওয়ায় চিকিৎসা নিতে ভারতে যান কাজিমউদ্দিন প্রধান। এরপর থেকে তার চিকিৎসা চলছিলো। রবিবার বিকাল ৩ টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
তার মৃত্যুতে বন্দরসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের অতন্ত ঘনিষ্ঠভাজন ছিলেন।