নারায়াণগঞ্জ বাসীসহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ।
শুভেচ্ছা বার্তায় শফিক মাহমুদ বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস আমাদের মাঝে এসে হাজির হয়।
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা বিদ্বেষ, ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের দিন।এবারের ঈদে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ” ঈদ মোবারক ‘।