পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ ওয়ার্ড বাসীসহ আলীরটেক ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সমাজ সেবক হাজী মো. মোক্তার হোসেন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মু’মিন মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরের মহি-মান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব মুসলিম সমাজ,দেশপ্রেম ও মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠে প্রতিটি মানব হৃদয়।আসুন,সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই।