পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রিয় বক্তাবলী বাসীসহ নারায়সণগঞ্জ বাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরে ও নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নুরুজ্জামান জিকু বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে।
ঈদুল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই বলে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই প্রত্যাশায় সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাক জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন।