নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. ফয়সাল শেখ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে বিপ্লব কুমার সাহার তিন তলা ভবনের ২য় তলায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিবলী কায়েছ মীর ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ফেনসিডিলসহ মাদক কারবারি মো. ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফয়সাল শেখ জেলার ফতুল্লা থানার ১০২/১, গলাচিপা কলেজ রোডের বাসিন্দা আব্দুল মালেক শেখের ছেলে।
আভিযানিক কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. শিবলী কায়েছ মীর জানান, গ্রেপ্তারকৃত মো. ফয়সাল শেখ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।