পবিত্র মাহে রমজান উপলক্ষে জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১ মার্চ বিকালে চাষাড়া বালুর মাঠস্হ মেলা জোনে ৮৮ বন্দ্ধুরা এ আয়োজন করে।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রিপন,শামসুল আলম পিন্টু, আতিক,মামুন, বাদল,মাসুদ,পন্ডিত হোসেনসহ ব্যাচের বন্ধুগণ।
এসময় উপস্হিত ছিলেন আবুল কালাম রিপন, শামসুল আলম পিন্টু,সাজ্জাদ, মোঃ আতিকুজ্জামান,টিপু সুলতান, বাদল,আশরাফ মামুন,রমু,এম এ মজিদ,মিঠু,মোঃ পন্ডিত হোসেন,জাকির,খায়রুল বাসার,শাহনাজ রিপন,ডাক্তার শাহিন,মাসুদ,ও জাহিদ হাসান টিটু প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন, আতিকুজ্জামান আতিক।