কাশিপুর বাংলাবাজারে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ২৬ মার্চ বিকেলে বাংলাবাজার আই.এস.এ. বি মিলনায়তনে কাশিপুর ইউনিয়ন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন এর সভাপতি মুহাম্মদ ফুজায়েল করিম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাঃগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।বিশেষ মেহমান মাওলানা মুহা.শাহজাহান সদস্য,বাংলাদেশ মুজাহিদ কমিটি,কাশিপুর ইউনিয়ন। মুহাম্মদ শাহাদাত হোসেন (রানা) সভাপতি,ইসলামী আন্দোলন কাশিপুর ইউনিয়ন। মুহাম্মদ ইমরান হোসাইন সভাপতি ইসলামী ছাএ আন্দোলন কাশিপুর ইউনিয়ন।
প্রধান অতিথি ওমর ফারুক তার বক্তব্য বলেন রোজা রাখলাম গুনাহ কাজ করলাম রোজা হবে? রোজা হবে না।আাল্লাহ রোজা দ্বারা তাকওয়া অর্জন করতে বলছে। আমরা যারা মুজাহিদ সবর্দা জিহাদ করতে হবে।সবর্দা জিহাদ কোথায় পাব?নফসের সাথে সবর্দা জিহাদ করতে হবে। আল্লাহ তায়ালা নফসকে পবিএ করতে বলেছেন। নামাজ পড়ি রোজা করি সব আমল করি মনে করি সব করেছি আসলে না। মোবাইল মাধ্যমে নফসকে ফোটা করে দিচ্ছে সাবধান।বোজার মাধ্যামে সারা বছর জন্য তাকওয়া অর্জন করতে হবে।
এসময় উপস্হিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কাশিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রাহাত হোসেন,অর্থ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত ইসলামী শ্রমিক ছাএ যুব আন্দোলনের নেতাকর্মীরা।