২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ও নারায়নগন্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা এবং আলোচনা সভা, পুরুষ্কার বিতরন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬শে মার্চ) দুপুর ২টায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন এ-র আয়োজনে, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা শাহজান জুলহাস ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা ফরিদা ইয়াসমিন, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাড, নরুল হুদা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এ্যাড, আবু হাসনাত শহিদ মোঃ বাদল, নারায়নগন্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়নগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ রুমোন রেজা,,মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, খোকন সাহা, আওয়ামী লীগ নেতা এম এ রাসেল, সহ প্রমূখ।