বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেলের সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ মার্চ বাদ মাগরিব বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ইফতার পূর্বে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার রাতে স্ট্রোক করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল।
দোয়া অনুষ্ঠানে বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ট খান মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালিম হায়দার, মাসুম আহমেদ।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক মমতাজ, প্রচার সম্পাদক মাঈনউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন ডালিম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিব প্রধান, কার্যকরি সদস্য অজিদ দাস ও সদস্য আবু সুফিয়ান।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লাভলু প্রধান, মোহাম্মদ হোসেন, বাপ্পী পাঠান, কানন, রওশন, নিঝু ও আলী।
জি. কে. রাসেলের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।