২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে নাঃগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমান এর সুযোগ্য পুএ অয়ন ওসমানের পক্ষে ও আলহাজ্ব সাইফউল্লাহ বাদল ভাইয়ের নির্দেশে নাঃগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কাশিপুর ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মুন্না আহমেদ।
এক বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু ঐদিন বাংলাদেশ স্বাধীন হয়ে ওঠেনি।
বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে দীর্ঘ নয় মাস যুদ্ধ চালিয়ে যেতে হয়। প্রায় ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বর্তমান বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। তৎকালীন সময়ে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আর এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন তাদের ধর্ম, সংস্কৃতি, রাজনীতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে মত বিরোধ করছিল। তখন পশ্চিম পাকিস্তান পূর্বপাকিস্তান ওপর বর্বর আচরণ শুরু করেছিল। আর তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের এই বর্বরতা মেনে না নিয়ে নিজেদেরকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে নেমে যান। অতঃপর তারা স্বাধীনতা অর্জন করে নিজেদেরকে স্বাধীন বা মুক্ত করতে সক্ষম হন। সুতরাং স্বাধীনভাবে বাঁচার জন্য এবং শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং একটি গৌরবময় দিন উদযাপন করার জন্য ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।