বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ (৪৮) মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
গত শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় পেশাগত দায়িত্ব পালন করে বাসায় ফেরার পথে বন্দর থানার একরামপুরস্থ সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয়রা র্দূঘটনা কবলিত স্থান থেকে গনমাধ্যমকর্মীকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছ।
আহত গনমাধ্যমকর্মী শেখ আরিফ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মাষ্টারের ছেলে। সে নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ র্চচা পত্রিকায় বন্দর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।
আহত গণমাধ্যমকর্মী শেখ আরিফ জানায়, গত শনিবার কবিলেরমোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালন করে রিক্সা যোগে বাড়ি যাওয়ার সময় একরামপুর সিটি কর্পোরেশন কার্যলয়ের সামনে আসলে বিপরিত মুখী হইতে একটি আটো ইজিবাইক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় হঠাৎ আমাদের রিক্সাকে আচমকা সামনের দিকে সজোরে ধাক্কা দিলে রিক্সাতে থাকা আমি ও রিক্সা চালক মারাত্মক ভাবে জখম হই। পরে উল্লেখিত এলাকার স্থানীয়রা দ্রুত আমাদেরকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।