আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমি স্নান উৎসব ২০২৪ সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ই মার্চ) বিকেল ৩ টায় নগরীর গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরোজ সাহা’র সভাপতিত্বে ও নারায়নগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন এর সঞ্চালনায় উপস্হিত ছিলেন পরিতোষ সাহা, রঞ্জিত মন্ডল, উওম কুমার সাহা, শ্যামল সাহা,মহানগর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস, সহ সভাপতি মদন মহোন দাস, হিমাদ্রি সাহা হিমু,শ্যামল বিশ্বাস, অভিরাজ সেন সজল, কৃষ্ন আচার্য্য সহ প্রমূখ।
এর পর নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা করেন সকল নেতৃবৃন্দ।