নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব লক্ষীনগর পঞ্চায়েত প্রধান মো. শহীদউল্লাহ্ ফকির সাহেবের মৃত্যুতে সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরে’র আয়োজনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৩ মার্চ) বিকালে বক্তাবলী’র বাজার সংলগ্ন সহিতুননেছা সুপার মার্কেটস্থ ধলেশ্বরী তীরে’,র কার্যালয়ে এই মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ধলেশ্বরী তীরে’র ও নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, রাজাপুর পঞ্চায়েত সদস্য লোকমান হোসেন, যুবলীগের সভাপতি সদর উদ্দিন সদু, ফরায়েজী আন্দোলন ও ময়ালী কমিটির নির্বাহী সদস্য মো.আক্তার হোসেন, অধ্যাপক শাওন ফাতেমী, পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ে সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, ইউপি সদস্য রাসেল চৌধুরী, ধলেশরী তীরের সহ-সভাপতি আব্দুল কাদির, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু, সদস্য দেলোয়ার ফকির, আওলাদ ফকির, আতাউর ফকির সহ প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোখতার হোসাইন