শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জাতীয় পার্টির নেতা কাজী মহসিনের নেতৃত্বে মসজিদের মুতাওয়াল্লী ও সাধারণ সম্পাদকে মারধরের অভিযোগ অবন্তী কালার টেক্সে”র শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে — পলাশ প্রয়াত জন‌নেতার ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌ উপলক্ষে হাজীগঞ্জ শাহী মসজিদে মিলাদ ও দোয়া সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে পেশিশক্তির দাপটে সরকারি জমিতে পাকা স্থাপনা তৈরির পায়তারা, কতৃপক্ষের নজরদারি প্রয়োজন বন্দরের ৫৪ টি ভোট কেন্দ্র্র হবে সেলিম ওসমানের দুর্গ– লিয়াকত হোসেন খোকা না’গঞ্জে নারী উদ্যোক্তা ফারজানা’র উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় ঠান্ডা পানির শরবত ও স্যালাইন বিতরণ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করেছে বিধায় আজকে আমরা এখানে — মাহমুদুল হক ঢাকার শ্রমিক সমাবেশে আব্দুল কাদিরের নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগদান প্রয়াত নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

কাঁচপুরে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৫৬ 🪪

২০ রমজানের মধ্যে শ্রমিকের বেতন, পূর্ণ ঈদ বোনাস, সমস্ত বকেয়া পরিশোধ করতে হবে
সাম্পান সুজ লিমিটেডের দুই মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে

২০ রমজানের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া, বেতনসহ পূর্ণ ঈদ বোনাস পরিশোধ, সকল গার্মেন্টসে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, নিত্যপণ্যের উচ্চ মূল্য বিবেচনায় শ্রমিকদের মহার্ঘ ভাতা প্রদান, রেশন ব্যবস্থা চালু করা ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার উদ্যোগে আজ বিকাল ৩ টায় কাঁচপুর ব্রিজের নিচে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সদস্য ইব্রাহীম, মোবারক, মিরাজ।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে ঈদ নিয়ে শ্রমিকের মধ্যে হতাশা বিরাজ করছে। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভাল খাবার ও কিছু জামা কাপড় কেনার। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তাই গার্মেন্টসে শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ করে তাদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে। অধিকাংশ মালিকরা বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ দেয়। অনেক গার্মেন্টসে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আগে শ্রমিকের চলতি বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহুর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। ঈদের কমপক্ষে ১০ দিন আগে অর্থাৎ ২০ রমজানের মধ্যে শ্রমিকের পূর্ণ বোনাস ও মার্চ মাসের বেতনসহ সমস্ত বেতন পরিশোধ করতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তারজন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অধিকাংশ কারখানায় বাস্তবায়ন হয়নি। তিন মাসের অধিক সময় হয়ে গেল সরকার যে সকল কারখানায় মজুরি বাস্তবায়ন হয়নি তাদেও বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। শ্রমিকের দীর্ঘদিনের দাবি রেশনের। উচ্চ নিত্যপণ্যের দামের কারণে শ্রমিক খাদ্য তালিকা থেকে খাবার কমিয়ে দিয়েছে। ঋণ করে তাদেও সংসার চালানে হচ্ছে। কিন্তু সরকার শ্রমিকের রেশন দেওয়ার ব্যবস্থা করেনি।
নেতৃবৃন্দ বলেন, কাঁচপুরে অবস্থিত সাম্পান সুজের শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন পাবে। মালিক কারখানা বন্ধ করে রেখেছে। অবিলম্বে কারখানা চালু করতে হবে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102