জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নারায়নগন্জ জেলা প্রশাসন।
রবিবার (১৭ই মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও জেলার মুক্তিযোদ্ধারা। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও তাঁর আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।