বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ১০টায় নগরির ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঐতিহাসিক সেই ৭ মার্চ উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এ্যাড, আবু হাসনাত শহীদ মোঃ বাদল, সিনিয়র সহ সভাপতি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, মোঃ শহিদ উল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, হাবিবুর রহমান, মোঃ নুর হোসেন, মোঃ জনি খাঁন সহ প্রমূখ। শ্রদ্ধা নিবেদন এর পরে আলোচনা সভায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রয়াত ভাষা সৈনিক রত্নগর্ভা নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।