নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর চর রাধানগরে প্রবাসী মানব কল্যান একতা ফাউন্ডেশন ও চর রাধানগর জামে মসজিদ এর উদ্যোগে ৪র্থ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ ) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত চর রাধানগর জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.সুলতান সাহেব এর সভাপতিত্বে ও চর রাধানগর বায়তুর নূর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আতাউল হক সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী আব্দুল আজিজ মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা ওমর ফারুক আনসারী ও বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোখতার হোসাইন।
ওয়াজ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধলেশ্বরী তীরে’র ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের ও আলোকিত বক্তাবলী’র সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন মো.ইমতিয়াজ সহ প্রমুখ।