শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন নগরীতে খাজা মইনুদ্দিন চিশতী এর ২২তম ওরশ মোবারক অনুষ্ঠিত যদি সবাই একত্রিত হয়ে কাজ করে তাহলে আমি বিশ্বাস করি সবকিছুই সম্ভব : ডিসি

ফতুল্লা ইউপি”র উপ নির্বাচনে অটোরিকশা প্রতিক পেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী , -ফাইজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ 🪪

অটোরিকশা মার্কা প্রতীক পেয়েছেন সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় সদর নির্বাচন অফিসারের কার্যালয়ে উপজেলার নির্বাচন অফিসার আফরোজা খাতুন তাকে এ প্রতীক বরাদ্দ দেন।

এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম অটোরিক্সা প্রতীক পেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এছাড়াও আগামী ৯ই মার্চ সকালে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জানিয়েছেন।

তিনি সাধারন জনগনের উদ্দেশ্য বলেন,আগামী ৯ই মার্চ আপনারা আপনাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখতে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। অসহায় ও গরীব দুঃখীর মার্কা অটোরিক্সা নিয়েছি আমি। যারা আমাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন আমি নির্বাচিত হলে তাদের ও মেম্বরদের সাথে নিয়ে সর্বপ্রথম ফতুল্লা ইউনিয়নবাসীর জলাবদ্ধতা নিরসন করবো। এবং আমি ফতুল্লা ইউনিয়নকে স্মার্ট একটি ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো। আমার নেতা নারায়নগন্জ _৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের জন্য দোয়া করবেন। তাকে নিযে ফতুল্লার উন্নয়ন করবো।

পরে বাদ জুম্মা ফতুল্লা দাপার ইদ্রাকপুর এলাকায় আফিয়া খাতুন জামে মসজিদে নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন।প্রতীক পাবার পর নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, দলমত নির্ভিশেষে আমি এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি সব সময়।

এ সময় গণমাধ্যম কর্মিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি আমাকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে চেয়ারে বসান, মেম্বার ও এলাকা বাসিদের সাথে নিয়ে সর্ব প্রথম জলাবদ্ধতার সমস্যা সমাধান করবো। জনগন আমাকে নির্বাচিত করলে, আমি কথা দিচ্ছি এসব সমস্যা সমাধান করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পিছু হটবো না। জীবনে যখনই সুযোগ হয়েছে, মানুষের মনেপ্রাণে সেবা করার চেষ্টা করেছি।কখনো কারো ক্ষতি করিনি। তবে মানুষের ভালবাসা রয়েছে আমার প্রতি।

আশা করি জনগণের ভোটের মাধ্যমে ভালবাসার প্রতিফলন ঘটবে ইনশাহ্আল্লাহ্।

এ সময় প্রতীক বরাদ্দে উপস্থিত ছিলেন, মীর সোহেল আলী, মিছির আলি,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ,নিজামুল ইসলাম বকুল, রফিকুল ইসলাম, মনির হোসেন, মুক্তার হোসেন,ইকবাল মাদবর সহ এলাকার মুরব্বিগন।

বর্তমানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনে্র জন্য লড়াই করছে ৪ জন। তারা হলেন পরেশ চন্দ্র দাশ, আমজাদ হোসেন, মো. ফাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

আগামী ৯ই মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102