মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগরীর চাষাঢ়ায় বই মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ই ফেব্রুয়ারি) সকালে এ মেলার শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, নারায়নগন্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সাতদিন ব্যাপি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। বই মেলায় প্রতিদিন লেখক সমাবেশ, লেখক আড্ডা ও লেখকদের সঙ্গে পাঠকদের মতবিনিময়ের ব্যবস্থা রয়েছে।
আলোচনা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বিভিন্ন ষ্টল পরিদর্শনকালে বলেন, বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বই মেলা তাই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পাশ্চাত্য সংস্কৃতি ও প্রযুক্তির সমাজে ছোট বড় সবাইকে বইমুখী হতে হবে। দেশের সংস্কৃতি ও সাহিত্যের চর্চাও নিয়মিত করতে হবে। মাদকের নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে হলে বইয়ের নেশাকে আঁকড়ে ধরতে হবে।