মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী’র পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মাতৃভাষা দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশনের পর এদিন বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। পরে বিদ্যালয়টির পক্ষ থেকে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি কামনা করে দোয়া,সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমাজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।
সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, আমাদের মায়ের ভাষা মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, শফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।