সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাফত প্রতিষ্ঠায় মুসলিমদের এগিয়ে আসার আহবান জাকির খান কে আনা হয়নি আদালতে’ তার মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ  বন্দরে কুশিয়ারায় নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার রৌদ্রছায়া সাহিত্য সম্মাননায় ভূষিত হলেন কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু  নগরীতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুন্নার নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদ এর সাথে ফতুল্লা থানা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বিশাল শোডাউন বিশিষ্ট নারী নেত্রী শান্তাজ বেগমের মৃত্যুতে জেলা  মহিলা পরিষদের গভীর শোক ও শ্রদ্ধা  বন্দরে ৯ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু দ্বিতীয় দিনেও সার্ভেয়ারদের কর্মবিরতি, দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা

ভাষা শহীদদের প্রতি পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ 🪪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী’র পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মাতৃভাষা দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশনের পর এদিন বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। পরে বিদ্যালয়টির পক্ষ থেকে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি কামনা করে দোয়া,সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমাজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।

সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, আমাদের মায়ের ভাষা মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, শফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102