নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় কলেজ ভবনের হলরুমে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে ও মো.রতন বারী’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন বারী, আবু সাঈদ রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু, আব্দুর রহিম, মোসা: মোসলেমা বেগম, মোহাম্মদ আতাউল হক সহ অভিভাবকবৃন্দ,শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীগণ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।