ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বন্দরের মিররকুন্ডী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর নবীন-বরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং এস এস সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।
বুধবার (৭ই ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বন্দর ইউনিয়নের বালুরচর এলাকায় স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমেই পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যেদিয়ে শুর করে অনুষ্ঠানের কার্যক্রম। এরপর জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলোন করা হয়।
এসময় অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আক্তারুজ্জামান বাবুলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এহেসান উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাতা সদস্য আসাদুজ্জামান রিপন, বিশিষ্ট শিক্ষা অনরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুল লতিফ লিটন, অভিভাবক সদস্য মোঃ শাহ আলম, কো-অফট সদস্য মোঃ জয়নাল আবেদীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিজুল ইসলাম বাদল, দাতা সদস্য মোঃ মজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মতিউর রহমান মানিক, শেখ মোতালিব, অভিবাবক সদস্য সোনিয়া আক্তার সহ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা বেগম। দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।