নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ-উল্লাহ আল মামুনের সহধর্মিনী নাসিমা চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ সোমবার (২৯ জানুয়ারি ) সকাল ১১টা ৩০মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুর সময় তিনি স্বামী, এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নাসিমা চৌধুরী’র মৃত্যুর খবর গোগনগর উত্তর মসিনাবন্দ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমা নাসিমা চৌধুরী’র স্বামী মোহাম্মদ-উল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবার নাসিমা অসুস্থ হয়ে পড়লে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দ্বীর্ঘদিন যাবত শারীরিক জটিলতায় ভূগছিলেন।
মরহুমার নামাজের যানাজা আজ বাদ এশা গোগনগর তাজেক প্রধান হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।