সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী মো. রিপন মিয়া (৩৫)।
এরমধ্যে খোকন মোল্লা নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা এলাকার মৃত রেহলাল উদ্দিন মোল্লার ছেলে এবং রিপন মিয়া গোদনাইল মধুঘর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
গতকাল সকালে নাসিকের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুণ্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোদনাইল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি খোকন মোল্লা ও তার সহযোগী রিপন মিয়াকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, খোকন মোল্লা ওই এলাকার চিহিৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা পাওয়া গেছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।