আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা মরহুম আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮শে জানুয়ারী) বিকেলে নগরীর ৫ নং ঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকিষ বিষয়ক সম্পাদক, বন্দর উপজেলা আওমীলীগের উপদেষ্টা, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। সভাপতিত্ব করেন, বাংলাদেম জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, তিনি চলে গেছেন ঠিকই কিন্তুু রেখে গেছেন তার স্মৃতি। তার আদর্শকে ধারন করে আর লালন করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এমন নেতৃত্ব ভুলে যাবার নয়। আজকে আমি দরকষাকষি সম্পাদক। শ্রমিকদের বিরুদ্ধে কোন আন্যায় হলে আমরা এ্ক্যবদ্ধ হয়ে মোবাবেলা করবো। আমাদের প্রানপ্রিয় নেতা সাংসদ শামীম ওসমান স্পষ্ট করে বলেছিলেন শুক্কুর ভাইয়ের মত নেতা থাকলে শ্রমিকলীগের কোন চিন্তা নাই। তিনি চলে গিযেছেন ঠিকই কিন্তুু আমাদের সকলের অন্তরে রযেছেন। তার এবং তার পরিবারের সকলের জন্য আপনারা দোয়া করবেন।
এছাড়াও এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সবুজ সিকদার, এস এম মঞ্জুর হোসেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারশন এর দরকষাকষি বিষয়ক সম্পাদক,বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এর সভাপতি সর্দার আলমগীর মাষ্টার, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি সাইফুল ইমলাম জুয়েল প্রধান, জেলা শ্রমিক লীগ নেতা মাইনুদ্দিন আহমেদ বাবুল, বি,আই,ডব্লিই, টিএ এর সভাপতি শামছুল আলম নয়ন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারন এর কার্যকরী সভাপতি মইন মাহমুদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর রুহের মাগফেরা কামনা করে বিষেশ দোয়া করা হয় এবং সকলের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।