বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হোসিয়ারী সমিতির নব-নির্বাচিত পরিচালক ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না – মাওলানা দেলোয়ার হোসেন সাকি অমর একুশে বইমেলায় উন্মোচন হলো কবি জয়নাল আবেদীন জয়-এর ‘রক্তজবা’ কাব্যগ্রন্থ কিংবদন্তি নেত্রী হেনা দাসের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সমাধিতে জেলা মহিলা পরিষদ  শ্রদ্ধাঞ্জলি টিসিবি”র পন্য নিয়ে কোনো তালবাহানা চাই না  দ্রুত দেওয়ার দাবী জানালো – নাগরিকরা   বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রাজিবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন -সাদেকুর রহমান  অপারেশন ‘ডেভিল হান্ট অভিযানে না’গঞ্জে ৪০ জন গ্রেফতার  দলের ভিতর অপশক্তি ও বিভেদ সৃষ্টি হতে দেয়া যাবে না- রাজিব  হোসিয়ারী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহন করলেন বদু সহ সভাপতি আব্দুস সবুর – সাঈদ আহমেদ 

আমি কারও দয়া দাক্ষিণ্যে চলি না: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার রাজনৈতিক জীবনে এত বিব্রত কোনো দিন হইনি। আমার ছোট বোন আইভীর মতো আমি সরাসরি প্রশাসনকে কিছু বলতে পারবো না। উনি বলে ফেলেন। কিছুদিন আগে বলেছেন, প্রশাসন ওখান থেকে টাকা কামায়।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে আয়োজিত অরাজনৈতিক সংগঠন প্রত্যাশার আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এর আগে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন, এখানে মাদকের বিরুদ্ধে অনুষ্ঠান যা প্রশাসনের করা উচিত। তারা করেনি আবার আসেওনি। কেন আসেননি তাঁরা তার জবাব চান।

এ ব্যাপারে শামীম ওসমানের পদক্ষেপ চান তাঁরা।
শামীম ওসমান বলেন, ‘আমি অনেক আগেই ডিসি অফিসে জানিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছিল। নারায়ণগঞ্জে যারা আছেন তাদের জানা উচিত আমি শামীম ওসমান।

আমি কারও দয়া দাক্ষিণ্যে চলি না। আমি রাজপথে তৈরি হওয়া মানুষ। প্রশাসনের সদস্যরা আসেনি কেন এ প্রশ্ন পার্লামেন্টের অধিবেশনে তুলবো। যারা জনগণের চাকরি করতে নারায়ণগঞ্জে এসেছেন তারা এখানে আসেনি কেন।’
তিনি বলেন, ‘আমি তাদের দাওয়াত দিয়েছি।

সরকারটা আওয়ামী লীগের। প্রশাসন আসেনি। আমি কী বলে তাদের মনের জোর বাড়াবো। আমি আনোয়ার ভাইকেও বলেছি, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। আমার ছোট বোন আইভী হয়াত ব্যস্ত। আমি বলতে চাই সবাই আসুন। একসঙ্গে বসে একত্রে সুন্দর নারায়ণগঞ্জ রেখে যাই।’
এমপি শামীম ওসমান বলেন, ‘আমি মাথা নত করার মানুষ না। অনেকে অনেক কিছু করেন আমরা দেখি। টাকা ধরা পড়ে যাত্রাবাড়ী, মামলা হয় ফতুল্লা। এগুলো বলতে চাই না। হতাশ হবেন না। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করবো।’

নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দ শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জার্নালিস্ট ওনার্স অ্যাসেসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102