নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে পূনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজির হোসেন। এ নিয়ে এই বিদ্যাপিঠের চতুর্থ বারের মত সভাপতি নির্বাচিত হলেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সারে ১১ টায় স্কুলের অফিসকক্ষে নব নির্বাচিত কমিটির প্রথম সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়।
গত ১৩ ডিসেম্বর বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন জানান, স্কুল পরিচালনায় গত ১৩ ডিসেম্বর বুধবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ১ জন দাতা সদস্য ১ জন, অভিভাবক সদস্য পদে ৪ জন,সংরক্ষিত মাহিলা সদস্য পদে ১ জন, শিক্ষক প্রতিনিধি পদে ২ জন, মহিলা শিক্ষিকা পদে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন-প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.আজগর আলী,দাতা সদস্য মোহাম্মদ নাজির হোসেন, অভিভাবক সদস্য গণ,মো.আবুল বাদশা,মো.সিরাজুল ইসলাম মিন্টু,আবু তাহের জাহাঙ্গীর, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধিগণ তাপস কুমার মন্ডল ও মো. জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষিকা জেসমিন আরা জুই।
জানাগেছে, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক এই ছাত্রনেতা বর্তমানে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের উপদেষ্টা, আলোকিত বক্তাবলী’র সভাপতি, খিদমাতুল উম্মাহ দারুল কুরআন মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি। এছাড়া একজন সৎ -স্বজ্জন ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে পরিচিতি থাকায় এলাকায় জুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি এতদিন অত্র স্কুলে সভাপতি হিসাবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, তিরি পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, পূর্ব চরগড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনের লক্ষ্যে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষিণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারুিখ ছিলো ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর। জমাদান পর্ব শেষ হওয়ার পর গত ২৭ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ করা হয়। তফসিলে ২৯ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয় এবং তফসিল অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।