বুধবার, ১৮ জুন ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা-তারেককে নিয়ে আপত্তিকর মন্তব্য: যুবলীগ কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইসলামী শ্রমিক আন্দোলন না’গঞ্জ মহানগর শাখার প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত জেলা প্রশাসকের নির্দেশে একদিনেই ১৯ ট্রাক বর্জ্য অপসারণ  নাঃগঞ্জে জেলা কমিটির উদ্যোগে দেশবরেণ্য মানবাধিকার নেত্রী সোহে্লী পারভীন এর জন্মদিন পালিত বন্দরে সাংবাদিক ইমনের মায়ের কুলখানি সম্পন্ন রূপগঞ্জে র‍্যাবের অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি আটক, একজন পলাতক আড়াইহাজারে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইয়ানুস গ্রেফতার ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগে সাড়া দিয়ে নিজের লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন মাসুদুজ্জামান মাসুদ সোনারগাঁয়ে আবর্জনার ভাগাড়ে ফুটবে ফুল, গড়ে উঠবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র

পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন এর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অফিসরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগেই শিক্ষকদের পক্ষ থেকে নব গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ নাজির হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দকেও ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষকরা।

এর পরে আলোচনা সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। সভায় অভিভাবক সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব সমর্থনের মাধ্যমে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে তরুণ সমাজ সেবক এডভোকেট দিদার হোসেনকে মনোনীত করা হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন জানান, স্কুল পরিচালনায় গত ১৩ ডিসেম্বর বুধবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ১ জন দাতা সদস্য ১ জন, অভিভাবক সদস্য পদে ৪ জন,সংরক্ষিত মাহিলা সদস্য পদে ১ জন, শিক্ষক প্রতিনিধি পদে ২ জন, সংরক্ষিত মহিলা শিক্ষিকা পদে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.আজগর আলী,দাতা সদস্য মোহাম্মদ নাজির হোসেন, অভিভাবক সদস্য গণ,মো.আবুল বাদশা,মো.সিরাজুল ইসলাম মিন্টু,আবু তাহের জাহাঙ্গীর, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধিগণ তাপস কুমার মন্ডল ও মো. জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষিকা জেসমিন আরা জুই।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, তিরি পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, মো.ফাহিম আলী, মো.আমিরুল ইসলাম, জেসমিন আরা জুইঁ, তাপস কুমার মন্ডল, মো.জাহাঙ্গীর হোসেন, মো. সামছুল হক,মো. বিলাল হোসেন,শাহনাজ পারভীন,সাইফুল্লাহ লিটন,মো.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,মো. জয়নব আরা,রাশেদুল ইসলাম সহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102