BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঢাকা বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০ জানুয়ারি ) সন্ধ্যায় চাষাড়াস্থ ড্রিঙ্ক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এই পরিচিত সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি জে.আই খান আরিয়ান এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার।
এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.মোমেন ইসলাম ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো.জাহাঙ্গীর আলম প্রধান, সাধারণ সম্পাদক মো.সোহেল মিয়া,BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ মহানগর কমিটির মো.বাবুল দেওয়ান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।