বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে জালকুড়ি নম পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও স্থানীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনোত্তর পুণর্মিলনী অনুষ্ঠান শেষে নাসিক ২৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা মোঃ সাইদুজ্জামান শাকিল’র নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় হাবিবুর রহমান হাবিব বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। নির্বাচনের দিনেও যারা হরতাল ডেকেছিল জনগণ তাদের আস্তা কুঁড়ে নিক্ষেপ করেছে। ওরা এখন জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত। ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ তাদের সমুচিত জবাব দিয়েছে। আমরা প্রত্যাশা করছি আগামী দিনেও আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান’র নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এবং ‘রূপকল্প-২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে আমরা কৃষকলীগের সকল নেতা-কর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
মোঃ সাইদুজ্জামান শাকিল বলেন- টানা ৪র্থ বার সহ ৫ম বারের মতো বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা’র এ-ই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ৫ম বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্ব রাজনীতিতে সৃষ্টি করতে যাচ্ছেন এক অনন্য রেকর্ড। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহ সারাদেশে মানুষের উন্নয়নের প্রতি আস্থা আছে বলেই নৌকার এ-ই জয় হয়েছে।
শুভেচ্ছা নিবেদনকালে এসময় উপস্থিত ছিলেন- নাসিক ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মোসাদ্দেক আলী আঙ্গুর, আওয়ামী লীগ নেতা সাইদূুল ইসলাম কুদ্দুস মৃধা, মোঃ আজিজ, মুক্তি খান, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান শাকিল, সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ রাহাত, সাংগঠনিক সম্পাদক শামীম খান, মোঃ সুমন ভূঁইয়া সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।