বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বিবি মরিয়ম স্কুলে প্রধান শিক্ষক’এ পদত্যাগের দাবীতে বিক্ষোভ জেবিক এর বিনিয়োগ চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-এ প্রতিবাদ সভা  গণতন্ত্র দিবসে ‘সজীব’র নেতৃত্বে নয়াপল্টনে ৫’সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন – সদরের ইউএনও  সিদ্ধিরগঞ্জে ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা উপকরন বিতরন করলেন কাউন্সিলর সাদরিল দেশ পরিবর্তন করতে যেয়ে ইসলামপন্থীরাও মুর্তি পাহারার দায়িত্ব নিয়েছেন-ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফতুল্লার মধ্য কায়েমপুরে জাকির খান মুক্তি পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত আল্লাহপাক তার প্রিয় হাবিব কে সমস্ত সৃষ্টির রহমত হিসেবে প্রেরন করেছেন –সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী  আমাদের জেন্ডার ইস্যু বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ –  সফিকুজ্জামান বিএনপি নেতা নেহালউদ্দিন মেম্বারের জানাজায় জনতার ঢল

সন্ত্রাস মাদক ব্যাবসায়ী ও ভূমিদস্যুদের ওয়ার্নিং দিলেন ফতুল্লা’র ওসি নূরে আযম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ 🪪
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মো. নূরে আযম মিয়া বলেন,নতুন সরকারকে এবং দেশ গড়ার লক্ষ্যে সমাজকে ভালো রাখার জন্য মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের আমি ওয়ার্নিং দিতে চাই যে, এগুলো আপনারা পরিত্যাগ করুণ। আমরা সন্ত্রাস, মাদক ব্যাবসায়ী ও ভূমিদস্যুদের আইনের আওতায় আনবো। ভূমিদস্যু যারা আছে, তাদের বলতে চাই সাবধান হয়ে যান দলিল যার জমি তার সেই জমির প্রকৃত মালীক হবে। কেউ কোনো ভাবে দখলদারী করতে পারবেন নাহ্ । আর সন্ত্রাস-চাদাঁবাজের বিরুদ্ধে যদি আমাদের কাছে সংবাদ আসে যে, অমুক সন্ত্রাসী অমুক এর উপরে চাদাঁবাজি করছে কিংবা তার যে নাগরিক অধিকারকে অপহরণ করছে তাহলে তাকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে কুতুবপুর ভূইঘর রগুনাথপুর এলাকায় আওয়ামী লীগ নেতা শ্রী মাখন চন্দ্র সরকারের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

এসময় ওসি আরও বলেন, আজকে মাখন দাঁ যে উদ্যোগটা নিয়েছে আমি এটাকে স্বাগত জানাচ্ছি। অতঃপর মেম্বার সাহেব যেটা বল্লেন যে, এখানে সে ধর্মীয় সম্প্রিতি বজায় রেখে এবং তার কাছে কোনো হিন্দু-মুসলিম নেই সে নিজে একজন হিন্দু। এখানে পূজাঁ হয় গত যে পূজাটা হয়েছিল আমি সেই পূঁজায় এসেছিলাম। সে একজন হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু সে মাদ্রাসার দিকে খেয়াল রেখেছে, সে মসজিদের দিকে খেয়াল রাখছে। এখানে হিন্দু-মুসলিম কোনো বেদা-ভেদ নেই। এই শিতের সময়কালে সকলের যেনো শিতের কোনো কষ্ট না হয় তার জন্যই সবাইকে শীত বস্ত্র বিতরণ করার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। এইটা একটা মহান কাজ আমিও ব্যাক্তিগত ভাবে চেষ্টা করি আমার এলাকার জন্য কিছু করার, এই রকম শীত বস্ত্র আমিও প্রতিবছর দিয়ে থাকি। তো আমি সমাজের কিছু সম্পদশালীদেরকে বলব যে আমাদের সমাজে ছিন্নমূলে যারা গরিব অসহায় তাদের পাশে এগিয়ে আসার জন্য। এখন প্রচন্ড শীত পরেছে আমরা যদি সবাই যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসি তাহলে এই শীতের কষ্ট নিবারণ করা সম্ভব। আমি সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করছি যে আমরা অসহায় মানুষের পাশে এশে দাড়াঁবো।

এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী মাখন চন্দ্র সরকার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন সাগর, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস, ফতুল্লা থানা যুবলীগ নেতা শেখ জামাল সহ এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট সমাজ সেবক বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102