বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে কুতুবপুর ভূইঘর রগুনাথপুর এলাকায় আওয়ামী লীগ নেতা শ্রী মাখন চন্দ্র সরকারের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।
এসময় ওসি আরও বলেন, আজকে মাখন দাঁ যে উদ্যোগটা নিয়েছে আমি এটাকে স্বাগত জানাচ্ছি। অতঃপর মেম্বার সাহেব যেটা বল্লেন যে, এখানে সে ধর্মীয় সম্প্রিতি বজায় রেখে এবং তার কাছে কোনো হিন্দু-মুসলিম নেই সে নিজে একজন হিন্দু। এখানে পূজাঁ হয় গত যে পূজাটা হয়েছিল আমি সেই পূঁজায় এসেছিলাম। সে একজন হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু সে মাদ্রাসার দিকে খেয়াল রেখেছে, সে মসজিদের দিকে খেয়াল রাখছে। এখানে হিন্দু-মুসলিম কোনো বেদা-ভেদ নেই। এই শিতের সময়কালে সকলের যেনো শিতের কোনো কষ্ট না হয় তার জন্যই সবাইকে শীত বস্ত্র বিতরণ করার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। এইটা একটা মহান কাজ আমিও ব্যাক্তিগত ভাবে চেষ্টা করি আমার এলাকার জন্য কিছু করার, এই রকম শীত বস্ত্র আমিও প্রতিবছর দিয়ে থাকি। তো আমি সমাজের কিছু সম্পদশালীদেরকে বলব যে আমাদের সমাজে ছিন্নমূলে যারা গরিব অসহায় তাদের পাশে এগিয়ে আসার জন্য। এখন প্রচন্ড শীত পরেছে আমরা যদি সবাই যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসি তাহলে এই শীতের কষ্ট নিবারণ করা সম্ভব। আমি সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করছি যে আমরা অসহায় মানুষের পাশে এশে দাড়াঁবো।
এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী মাখন চন্দ্র সরকার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন সাগর, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস, ফতুল্লা থানা যুবলীগ নেতা শেখ জামাল সহ এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট সমাজ সেবক বৃন্দ।